ফেইসবুক কেনো সেলস দেই না ?

বর্তমান সময়ে একটি বড় সমস্যা এ্যাডস রান করেও সেল নেই।আচ্ছা আপনার কি মনে হয়?একটি পেজ খুললাম আর ৫/১০$ এর বুস্ট মারলাম আর সেল চলে আসবে?এমনটা যদি হতো তবে সবাই ব্যবসায়ী হতো।সবাই ব্যবসায়ে হুমড়ি খেয়ে পড়তো।কিন্তু ব্যাপারটা এতোটা সহজ নয়।

বর্তমানে একটি ব্যবসার কিং হচ্ছে কন্টেন্ট।আপনি কন্টেন্ট যতো ভালো করতে পারবেন সেল তো বেশি জেনারেট করতে পারবেন।

আপনি কি জানেন?বর্তমানে ফেসবুকে ১৯% সেল আসে এ্যাডস রান এর মাধ্যমে বাকি ৮১% সেল আসে কন্টেন্ট এর মাধ্যমে।আপনি যে টাকা প্রতিনিয়ত এ্যাডস এর পিছনে খরচ করতেছেন তার অর্ধেকও যদি কন্টেন্ট এর পিছনে খরচ করতেন তবে খুব অল্প সময়ে আপনার বিজনেস’কে ব্র্যান্ডে পরিণত করতে পারতেন।আর কন্টেন্ট যদি নিজেই তৈরি করতে পারেন তবে তো কোনো কথায় নেই।

কন্টেন্ট এর উপর যত বেশি নজড় দিবেন আপনার ব্যবসা ততো তাড়াতাড়ি ডেভেলপ হবে।ছোট্ট ব্যবসাকে একটি বড় কোম্পানিতে পরিণত করতে কন্টেন্ট এর কোনো বিকল্প নেই।আমি এমনও দেখেছি যারা শুধু কন্টেন্ট এর মাধ্যমেই মাসে হিউজ সেল করে যাচ্ছে।অতএব কন্টেন্ট এর কোনো বিকল্প নেই।

হ্যাঁ, আপনি এ্যাডস রান করেন, তবে একটা নির্দিষ্ট সময় পরে।যখন এ্যাডস রান করবেন আপনার ব্যবসাকে শুধুমাত্র চাঙ্গা রাখার জন্যে।এবং এমন একটা সময় এ্যাডস রান করবেন যখন আপনার প্রোডাক্ট শুধু মানুষের চোখে পড়তে দেরি তবে কিনতে দেরি হবেনা।তাহলেই আপনি সফল।অযথা বুস্ট করে টাকা নষ্ট না করে কন্টেন্ট এর উপর জোর দেন।

#facebookmarketing #digitalmarketing #digitalmarketingagency #boost #pagepromote #socialmediamarketing #graphicdesign #graphicdesigner #websitedesign #websitedevelopment #Bogurawebfacebookmarketing

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *