কিভাবে একটি ব্র্যান্ড প্রতিষ্ঠা করতে হয়?ব্র্যান্ডিং কি?

কিভাবে একটি ব্র্যান্ড প্রতিষ্ঠা করতে হয়?
ব্র্যান্ডিং কি?

ব্র্যান্ডিং হল কাস্টমারের কাছে আপনার প্রতিশ্রুতি। হাজারো প্রোডাক্ট ও সার্ভিসের মধ্যে কাস্টমার কেন আপনার ই-কমার্স সাইট থেকে প্রোডাক্ট ক্রয় করবে তা নির্ভর করে আপনার ব্র্যান্ডিং এর উপর। প্রতিদ্বন্দ্বীদের থেকে আপনাকে এগিয়ে রাখতে ও কাস্টমারদের নির্ভরতার প্রতীক হিসেবে প্রতিষ্ঠা পেতে ব্র্যান্ডিং অপরিহার্য।

ব্র্যান্ড প্রতিষ্ঠার যাত্রাটা খুব একটা সহজ নয়। বন্ধুর পথ পাড়ি দিয়ে, অনেকটা সময় বিনিয়োগ করে নিরলসভাবে পরিশ্রম করে ব্র্যান্ডকে প্রতিষ্ঠা করতে হয়।

আপনার ই কমার্স বিজনেসটিকে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে এই কৌশলগুলো অবলম্বন করুন –

১. প্রথমেই আপনার প্রতিষ্ঠানের জন্য একটি সুন্দর রং ও ডিজাইন সম্বলিত লোগো তৈরি করুন। অনেক সময় আমরা কোম্পানীর নাম না দেখে শুধু লোগো দেখেও বুঝে যাই যে পণ্য কোন প্রতিষ্ঠানের।
লোগো যে খুব আহামরি কিছু হতে হবে এমন নয় । কিন্তু এমন একটি লোগো তৈরী করুন যেটা দেখে সহজেই কাস্টমার আপনাকে অন্যদের থেকে আলাদা করতে পারে ।

২. লোগোর রং এর সাথে সামঞ্জস্য বজায় রেখে আপনার ই-কমার্স ব্যবসার জন্য একটি পরিছন্ন, সহজে ব্যবহারযোগ্য ও মানসম্মত একটি ওয়েবসাইট তৈরী করুন।
ই-কমার্স ওয়েবসাইটের কিছু অত্যাবশ্যকীয় বৈশিষ্ট থাকে যেমন – কার্ট ম্যানেজমেন্ট, অর্ডার ম্যানেজমেন্ট, কাস্টমার ম্যানেজমেন্ট, প্রমোশন বা অফার ম্যানেজমেন্ট । এগুলোতে নজর দিন।

৩. আপনার ওয়েবসাইট এ প্রথমেই সব কিছু সেল করার চেষ্টা না করে সুনির্দিষ্ট কিছু পণ্য সেল করুন। যেমন: রকমারি। তারা কিন্তু প্রথমে শুধু মাত্র বই বিক্রি করতো। বর্তমানে বই এর পাশা পাশি তারা অন্যান্য পণ্যও সেল করে।

৪. সঠিক মাধ্যমে আপনার ই কমার্স ওয়েবসাইটের সঠিক প্রচারণা চালান যাতে সবাই আপনার পণ্য সম্পর্কে জানতে পারে। এজন্য বেছে নিতে পারেন ফেসবুক মার্কেটিং, ইমেইল মার্কেটিং, এসএমএস মার্কেটিং ।

৫. ব্র্যান্ডিং এর ক্ষেত্রে পণ্যের মোড়কের ভূমিকাও একেবারে কম নয়। সুন্দর মোড়কে, গুণগত মানসম্পন্ন পণ্য দৃষ্টিনন্দন হয়ে উঠে। তাই চেষ্টা করুন পণ্যের মোড়কে একটু বৈচিত্র আনতে। খুব সহজেই কাস্টমারদের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন।

৬. সর্বদা পণ্যের গুণগত মান বজায় রাখুন। কথায় এবং কাজে এক থাকুন। আপনার মনে হবে আপনি লাভ করতে পারছেন না বা লস হচ্ছে। দীর্ঘ মেয়াদে গুণগতমান সম্পন্ন পণ্যই আপনার ব্যবসা টিকিয়ে রাখবে।

৭. কাস্টমার সার্ভিস হল ইকমার্স বিজনেসের প্রাণ। একটি ই কমার্স
বিজনেস কতদুর সফল হবে সেটি নির্ভর করে কাস্টমার সার্ভিস কোয়ালিটির উপর। তাই চেষ্টা করুন একটু এক্সট্রা সার্ভিস দিতে।

আপনার অনলাইন বিজনেস এর জন্য ফ্রি কনসালটেন্সি জন্য
ফোন করুনঃ Whatsapp 📞 01613-284857
visit our website www.boguraweb.com

#facebookmarketing #digitalmarketing #digitalmarketingagency #boost #pagepromote #socialmediamarketing #graphicdesign #graphicdesigner #websitedesign #websitedevelopment #Bogurawebfacebookmarketing

See less

1

Like

Comment

Comments

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *