বগুড়া শহর থেকে প্রায় ১১ কিলোমিটার উত্তরে অবস্থিত প্রাচীন পুন্ড্র নগরী এই মহাস্থানগড়। এখানে সুফি শাহ সুলতান বলখি মাহি সাওয়ারের মাজারের অনুরাগীদের অ্যাপায়নের জন্য এক প্রকার মিষ্টান্ন তৈরি করা হতো। পরর্বতীতে এই মিষ্টান্ন খাবারটি কটকটি নামে পরিচিতি পায়। তারপর থেকেই বগুড়া সহ সারাদেশে মহাস্থানের এই কটকটির খ্যাতি ছড়িয়ে পড়েছে। মহাস্থানে বেড়াতে আসা পর্যটকরা কেউ এই কটকটি না খেয়ে যায় না। খেতে মুচমুচে ও সুমিষ্ট হওয়ার কারণে বাচ্চাসহ বয়স্কদের সবারই পছন্দের এই কটকটি।